কলকাতা- রাষ্ট্রদ্রোহ মামলায় শেষমেশ জামিন পেলেন চিন্ময়কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বুধবার বাংলাদেশের হাইকোর্টে বিচারপতি আতোয়ার রহমান খান ও আলি রেজার বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করে। বাংলাদেশে অশান্তি, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগের মাঝেই গ্রেপ্তার করা হয়েছিল চিন্ময়কৃষ্ণ দাসকে। দেশদ্রোহীতার অভিযোগ আনা হয়েছিল তাঁর বিরুদ্ধে। ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন চিন্ময়কৃষ্ণ দাস।
২৬ নভেম্বর চট্টগ্রাম আদালতে তাঁর জামিনের আবেদন নামঞ্জুর হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষ হয়েছিল। ঘটনায় এক আইনজীবীকে খুনের অভিযোগ ওঠে। গত ৩ ডিসেম্বর চট্টগ্রামের আদালতে শুনানি থাকলেও সেদিন কট্টরপন্থী ইসলামি সংগঠনগুলির হুমকির জেরে চিন্ময় কৃষ্ণের পক্ষের কোনও আইনজীবী উপস্থিত হননি। এরপর আদালত শুনানির জন্য ২ জানুয়ারি পরবর্তী দিন ধার্য করে। কিন্তু সেদিনও জামিনের আবেদন খারিজ হয়।
এদিন চিন্ময়কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে রুল অ্যাবসলিউট (যথাযথ) ঘোষণা করেছে হাইকোর্ট। রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। মামলায় জামিন চেয়ে চিন্ময় দাসের করা আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট গত ৪ ফেব্রুয়ারি রুল দিয়েছিল। আবেদনকারীকে (চিন্ময়) কেন জামিন দেওয়া হবে না, তা রুলে জানতে চাওয়া হয়। এদিন শুনানিতে আদালত চিন্ময়কৃষ্ণের জামিন মঞ্জুর করেছে।