কলকাতা- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন, যথাসময়ে তিনি মুর্শিদাবাদের উপদ্রুত এলাকা পরিদর্শনে যাবেন। কিন্তু, সেই যথাসময়টা ঠিক কখন, সেটা আগে খোলসা করেননি তিনি, সেকথা জানালেন আজ (মঙ্গলবার – ২২ এপ্রিল, ২০২৫)।
দুপুর ১২টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে আয়োজিত প্রশাসনিক সভায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভামঞ্চ থেকে মমতা ঘোষণা করেন, আগামী মে মাসের (২০২৫) প্রথম সপ্তাহেই মুর্শিদাবাদ সফরে যাবেন তিনি। তার আগে দিঘায় জগন্নাথ মন্দিরে উদ্বোধন কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচি সেরেই সদ্য হিংসার কবলে পড়া মুর্শিদাবাদে যাবেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মুর্শিদাবাদের হিংসায় যে তিনজনকে প্রাণ দিতে হয়েছে, তাঁদের প্রত্যেকের পরিবারকে রাজ্য় সরকারের তরফে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়াও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের আওতায় গৃহহারাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে। যাঁদের দোকান ভাঙচুর করা হয়েছে, তাঁদের ক্ষয়ক্ষতির হিসাব হয়ে গেলে সেই টাকাও সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে। এদিন মমতা জানান, যাঁরা অশান্তির ফলে জীবন হারিয়েছেন, প্রয়োজনের সেই পরিবারগুলির বাচ্চাদের পড়াশোনার দায়িত্বও নেবে রাজ্য সরকার।