কলকাতা- বিজেপি নেতা দিলীপ ঘোষ এখন বিবাহিত। তাঁর আগে নতুন জীবনের জন্য বিজেপি নেতাকে শুভেচ্ছা জানিয়ে তাঁর নিউটাউনের বাড়িতে ফুলের তোড়া পাঠালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি, পাঠিয়েছেন শুভেচ্ছাবার্তাও। সেখানে ভারতীয় জনতা পার্টির হেভিওয়েট নেতাকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
হলুদ রঙের খামে মোড়া চিঠিতে পাঠানো হয়েছে শুভেচ্ছাবার্তা। তার ওপর নাম রয়েছে দিলীপ ঘোষের। রাজনীতিকে সরিয়ে রেখে মুখ্যমন্ত্রীর সৌজন্যবোধের প্রশংসা করেছে রাজনৈতিক মহল। উল্লেখ্য, এদিন সকাল থেকেই দিলীপ ঘোষের বাড়িতে তোড়জোড়। সুকান্ত মজুমদার, লকেট চট্টোপাধ্যায় সহ একাধিক বিজেপি নেতা গিয়েছিলেন তাঁকে শুভেচ্ছা জানাতে।
বৃহস্পতিবার তৃণমূল নেতা কুণাল ঘোষের কয়েক মিনিটের মাথায় করা পরপর দুটি পোস্ট জল্পনা দ্বিগুণ করেছিল। শুক্রতেই চারহাত এক হচ্ছে, জানিয়ে দেন তিনি। পাত্র দিলীপ ঘোষ, পাত্রী নিজেও বিজেপির নেত্রী, নাম রিঙ্কু মজুমদার। দলীয় সূত্রেই তাঁদের আলাপ। কয়েক বছরের আলাপের পর, বেশ ভাবনাচিন্তা করেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার।