কলকাতা: সরকারকে আইন মেনে চলতে হয়। তাই সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশ মোতাবেক ৩১ মে’র মধ্যে নোটিফিকেশন হবে। এসএসসি নিয়ে মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘আইনের বাইরে গেলে কোর্ট অন্যভাবে নিতে পারে। কারও চাকরি যাওয়ার কথা আমরা সুপ্রিম কোর্টে বলিনি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সবটাই রেডি রাখব। রিভিউ পিটিশন পেন্ডিং আছে। কোর্টে গরমের ছুটি পড়ে গিয়েছে। আমরা অ্যাকশন নিচ্ছিলাম না, অপেক্ষা করছিলাম। পরে রিভিউয়ে ভালো রেজাল্ট পেলে সেটা করব।’
মমতা আরও বলেন, ২৪২০৩ টি শূন্যপদের জন্য হাই কোর্ট এর অর্ডার আছে। এছাড়াও আরও শূন্যপদ ১১৫৩৭ নবম-দশম , ৬৯১২ এ একাদশ-দ্বাদশ ১০০০ গ্রুপ ডি, ৪৪২০৩ মোট শূন্যপদ। যারা চাকরি করে এসেছেন তাদের বয়স পেরিয়ে গেছে। সেখানে তাদের বয়সসীমা ছাড় দেওয়া হবে। যারা কাজ করছেন এতদিন এক্সপেরিয়েন্স অ্যাডভান্টেজ দেব। যাতে তারা তাদের কর্মসংস্থানে থেকে যেতে পারে। এডুকেশন ডিপার্টমেন্ট এ আমাদের লোক প্রয়োজন। আমরা আরও তিন- চারটে ডিপার্টমেন্ট এ বিজ্ঞাপন দেব আলাদা করে। সেই নোটিফিকেশন পরে করব। আগে শিক্ষকদের নোটিফিকেশন হবে। গ্রুপ সি, গ্রুপ ডি পুরো বাতিল করে দেওয়া হয়েছে। সেটা আমরা দেখছি।