কলকাতা- ওয়াকফ আইনের প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। মৃত্যু হয়েছিল তিন জনের। এই পরিস্থিতিতে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর উপস্থিতি দাবি করেছিল সকলেই। অবশেষে আগামী ৫ মে অর্থাৎ সোমবার মুর্শিদাবাদে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও সরকারিভাবে এখনও মুখ্যমন্ত্রীর সফর নিয়ে কিছু জানানো হয়নি।
জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে কোথায় প্রশাসনিক বৈঠক করবেন তা নিয়ে এখনও নির্দিষ্টভাবে কোনও জায়গা ঠিক করা হয়নি। তবে সুতি বিধানসভার ছাবঘাটি ময়দানের কথা ভাবা হয়েছে। যেখানে আগেও মমতা বন্দ্যোপাধ্যায় সভা করেছেন। যদি এই জায়গায় না হয়, তাহলে অন্য কোথাও করা হবে। পাশাপাশি এও শোনা যাচ্ছে, তাঁর এই সফরকালে জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে তিনি বৈঠক করবেন। রাজ্যের বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা মানুষের হাতে তুলে দেবেন। এছাড়াও দিনভর একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
মুখ্যমন্ত্রীর সফর নিয়ে ফারাক্কার তৃণমূল বিধায়ক ফরাক্কার মনিরুল ইসলাম বলেন, ‘মুখ্যমন্ত্রী সামশেরগঞ্জ ও ধুলিয়ানে যাবেন। সেখানে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি ঘুরে দেখবেন। তাঁদের হাতে তুলে দেবেন আর্থিক সহায়তা।’
উল্লেখ্য, ওয়াকফ আইনের প্রতিবাদে এপ্রিল মাসের শুরুতে উত্তাল হয়ে ওঠে মুর্শিদাবাদ। প্রচুর বাড়িঘর ভাঙচুর হয়, পুলিশের গাড়িতে ভাঙচুর চলে। বহু মানুষ ঘরছাড়া হন। ঘটনার শুরু থেকে মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী কেন যাচ্ছেন না, তা নিয়ে প্রশ্ন তলেন বিরোধীরা। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, মে মাসের প্রথম সপ্তাহে সেখানে যাব। যদিও দিনক্ষণ তিনি তখন জানাননি। অবশেষে বৃহস্পতিবার সূত্র মারফৎ জানা গেল, আগামী ৫ তারিখ মুর্শিদাবাদ যাচ্ছেন তিনি। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে ৫ তারিখের কথা ঘোষণা করা হয়নি।