কলকাতা – মুর্শিদাবাদে পা রেখেই বড়সড় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। ওয়াকফ আইনকে কেন্দ্র করে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। পরিস্থিতি শান্ত হতেই সোমবার দুপুরে মুর্শিদাবাদের বহরমপুরে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মুর্শিদাবাদের অশান্তি নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘হিংসার ঘটনা পরিকল্পিত। বহিরাগতরা ধর্মের নামে ভুল প্রচার করছে।’
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘আমি কোনও ধর্মের মানুষকে দোষ দেব না। কিছু মানুষ আছেন তাদের কাজই হল ধর্মের নামে মানুষকে প্ররোচিত করা। তারাই দাঙ্গা লাগিয়ে সবার আগে পালিয়ে যায়। এরাই বাংলার শত্রু। দু-তিনজন লোক আছে যারা এই গণ্ডগোল পাকাচ্ছে। তারা নাকি বিরাট বিরাট ধর্মনেতা। কারা এই দ্বন্দ্ব করেছে, কীভাবে করেছে খুব তাড়াতাড়ি আমি প্রেসের সামনে আনব।’
মমতা বলেন, আমি হিন্দু পরিবারের মেয়ে। আমার কাছে সব ধর্মের মানুষই সমান। আমি চাই না কোনও ধর্মের লোক বাংলায় আক্রান্ত হোক। আমি নিশ্চিত একেবারে পরিকল্পনা করে মুর্শিদাবাদের ঘটনা ঘটানো হয়েছে। সঙ্গে এও বলছি যারা প্ররোচিত হয়ে একটা ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের সঙ্গে দাঙ্গা করেছেন, তাদের এসব বাংলার মানুষ বরদাস্ত করবে না।’