‘মোদির পায়ে মাথা নত করে ভারতীয় সেনা’, ফের বেফাঁস মন্তব্য বিজেপি নেতার, শাস্তি হবে?

কলকাতা- অপারেশন সিঁদুর’ অভিযান নিয়ে সারা দেশ গর্বিত। ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা সবার মুখে। এদিকে সেনার মুখ কর্নেল সোফিয়া কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ বলে কটাক্ষ করেছিলেন মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শা। এবার আরেক বিজেপি নেতা আবার বিতর্কের জন্ম দিলেন।

সেনাবাহিনীকে জড়িয়ে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন মধ্যপ্রদেশের উপমুখ্যমন্ত্রী জগদীশ দেবরা।

সিভিল ডিফেন্সের স্বেচ্ছাসেবকদের উদ্দেশে রাখা এক বক্তব্যে দেবরা পহেলগাঁও হামলা ও তার পরে অপারেশন সিঁদুরের মাধ্যমে পালটা প্রত্যাঘাতের কথা উল্লেখ করে বলেন, ‘আমরা দেখেছি পহেলগাঁওয়ে পর্যটকদের আলাদা করা হয়েছে, তাদের ধর্ম চিহ্নিত করা হয়েছে, মহিলাদের একপাশে সরিয়ে নেওয়া হয়েছে এবং পুরুষদের তাদের পরিবারের সদস্যদের সামনে, তাদের সন্তানদের সামনে গুলি করে হত্যা করা হয়েছে। তারপর থেকে, এই দেশের মানুষ যতক্ষণ না আমরা সন্ত্রাসবাদী এবং তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে প্রতিশোধ না নিই, ততক্ষণ পর্যন্ত বিশ্রাম নেয়নি। প্রধানমন্ত্রী যে কঠোর ব্যবস্থা নিয়েছেন তার জন্য আজ গোটা দেশ, দেশের সেনাবাহিনী নরেন্দ্র মোদির পায়ে মাথা নত করে।’

উপমুখ্যমন্ত্রীর বক্তব্য প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে কংগ্রেস। তাদের তরফে উপমুখ্যমন্ত্রীর মন্তব্যকে সেনাবাহিনীর পক্ষে ‘অপমানজনক’ বলে জানানো হয়েছে।

সেনাবাহিনী প্রধানমন্ত্রী মোদির পায়ে নত হয় বলার মাধ্যমে বাহিনীর গরিমা, মর্যাদা ও আত্মত্যাগকে ছোট করা হয়েছে। দাবি কংগ্রেসের। সোশ্যাল মিডিয়া বিভাগের প্রধান সুপ্রিয়া শ্রীনাত প্রধানমন্ত্রীর কাছে ওই বিজেপি নেতাকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *