কলকাতা – সারা বিশ্বে আবার ছড়াচ্ছে মহামারী আতঙ্ক। একের পর এক সেলিব্রেটির করোনা আক্রান্তের খবর শুনে উদ্বিগ্ন সাধারণ মানুষ। কিছুদিন আগেই এক অস্ট্রেলিয়ান ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর শোনা গিয়েছিল। এবার বলি অভিনেত্রী শিল্পা শিরোদকরের শরীরে ধরা পরল কোভিড ১৯ ভাইরাসের অস্তিত্ব।
কোভিড আক্রান্ত হওয়ার খবর নিজেই ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। পোস্টে তিনি লেখেন, ‘হ্যালো সবাইকে। আমার কোভিড পজিটিভ রিপোর্ট এসেছে। সবাই সাবধানে থাকুন এবং মাস্ক পরে থাকুন – শিল্পা শিরোদকর।’
তবে শিল্পা ছাড়াও অভিনেত্রীর করোনায় আক্রান্ত হওয়ার খবর পোস্ট করতে দেখা গিয়েছে ভাইরাল বিহানির অ্যাকাউন্ট থেকে। শিল্পার অসুস্থতার কথা জানিয়ে এই অ্যাকাউন্ট থেকে জানানো হয়, আবার কোভিড ১৯ আছড়ে পড়তে চলেছে গোটা দেশে।
অস্ট্রেলিয়ান ক্রিকেটার ট্র্যাভিস হেডের করোনায় আক্রান্ত হওয়ার পর এবার বলি অভিনেত্রী শিল্পা শিরোদকরের শরীরেও এই মারাত্মক ভাইরাস ধরা পড়েছে।