করোনার বাড়বাড়ন্ত আবার! এশিয়ার দুই দেশে আচমকা বাড়ছে আক্রান্তের সংখ্যা

কলকাতা – করোনাকাল কেটে গেলেও করোনা ঘুরেফিরে আসছে বারবার। সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, গত কয়েকমাসে এশিয়ার দুই বৃহত্তম শহর হংকং এবং সিঙ্গাপুরে তরতরিয়ে বেড়েছে করোনা সংক্রমণের সংখ্যা।

হংকং এবং সিঙ্গাপুরের স্বাস্থ্য কর্তৃপক্ষ সতর্ক করে ইতিমধ্যে সংক্রমণের হার দেখে সতর্ক করেছে। সাম্প্রতিক সময়ে হংকংয়ে করোনা পরীক্ষার হারও সাম্প্রতিক সময়ে সর্বোচ্চ চলতি বছরের মধ্যে। তথ্য, চলতি বছরের মধ্যে মে-র শুরুতেই আক্রান্তের হার বেশি সেখানে প্রথম সপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা ৩১। তার মধ্যে মৃত্যুর ঘটনাও ঘটেছে।

ওয়াকিবহাল মহলের মতে, জনগণের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়ার কারণেই বাড়ছে সংক্রমণের পরিমাণ।

হংকংয়ের গায়ক ইসন চ্যানও কোভিডে আক্রান্ত হয়েছিলেন এবং এই সপ্তাহের শেষের দিকে তাইওয়ানের কাওশিউংয়ে তার কনসার্ট বাতিল করতে হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *