কলকাতা- আবার কি ফিরবে সেই ভয়াবহ স্মৃতি? ফিরছে করোনা? সিঙ্গাপুর, হংকং, থাইল্যাণ্ডে বিপুল হারে ছড়াতে শুরু করেছে করোনা। অনেকের মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে এখনও করোনা নিয়ে চিন্তার কিছু নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রক যে পরিসংখ্যান দিয়েছে, তাতে বলা হয়েছে, দেশে এখনও অবধি আক্রান্তের সংখ্যা ২৫৭। যদিও এই হিসেব ১৯ মে অবধি। ১২ মে অবধি সংখ্যাটা ছিল ১৬৪। আর তাই স্বাস্থ্যমন্ত্রক যতই স্থিতিশীল বলুক, গত সাত দিনে আক্রান্তের সংখ্যা প্রায় ১০০ বেড়েছে।
কেরলে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। সেখানে আক্রান্ত ৬৯ জন। একমাত্র মৃত্যুও সে রাজ্যেই। তালিকায় দ্বিতীয় স্থানে মহারাষ্ট্র। আক্রান্তের সংখ্যা ৪৪। এরপর তালিকায় রয়েছে তামিলনাড়ু (৩৪), কর্নাটক (৮), গুজরাট (৬), দিল্লি (৩)। হরিয়ানা, রাজস্থান ও সিকিমে আক্রান্তের সংখ্যা এক জন করে। তবে বাংলায় এখনও কোভিড আক্রান্তের খোঁজ মেলেনি।
এবার করোনার যে ভ্যারিয়ান্ট আতঙ্ক ছড়াচ্ছে তা হল জেএন১। এখন প্রশ্ন এই ভ্যারিয়ান্ট কতটা বিপজ্জনক হতে পারে। যদিও এই ভ্যারিয়ান্টের দেখা এখনও মেলেনি। এটি বিএ.২.৮৬ এর একটি সাব ভ্যারিয়ান্ট। এই ভ্যারিয়ান্টই ২০২৩ সালে ভয় ধরিয়ে ছেড়েছিল গোটা বিশ্বে। কিন্তু বৈজ্ঞানিকরা এখন দাবি করছেন, এই সাব ভ্যারিয়ান্টই নাকি এখন আতঙ্কের মূল কারণ। এই ভ্যারিয়ান্টের সঙ্গে ওমিক্রনের অনেকটা মিল রয়েছে। তাই এখন যারা কোভিডে আক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে দুর্বলতা, কাশি, গলায় সংক্রমণ, পেটের গন্ডগোলের মতো উপসর্গ দেখা যাচ্ছে।