হামলার ৬ দিন আগেও পোস্টিং ছিল পহেলগাঁওতে, পাক চর সন্দেহে এবার CRPF জওয়ান গ্রেফতার!

কলকাতা: সর্ষের মধ্যেই ভূত! পাকিস্তানের চরবৃত্তির অভিযোগ উঠল সিআরপিএফ জওয়ানের বিরুদ্ধে! জানা গিয়েছে, দেশের সুরক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত একাধিক গোপন তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিত ওই জওয়ান। দু’বছর ধরে চরবৃত্তি চালিয়ে গিয়েছে সে। অবশেষে সোমবার দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে এনআইএ।

সূত্রের খবর, পহেলগাঁও এলাকাতেই মোতায়েন ছিল সে। ২২ এপ্রিল বৈসরনে হামলার মাত্র ছ’দিন আগে তাঁকে অন্যত্র পাঠানো হয়েছিল। ফলে কাশ্মীর উপত্যকার নিরাপত্তা সংক্রান্ত তথ্য সে পাকিস্তানকে পাচার করেছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, ২০২৩ সাল থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি চালিয়ে গিয়েছে সিআরপিএফ জওয়ান মোতি রাম জাট। দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য সে তুলে দিত পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের হাতে। শুধু তাই নয়, পাক গোয়েন্দাদের তরফে নানাভাবে অর্থও পাঠানো হত অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে।

পাটিয়ালা হাউস কোর্টের বিশেষ আদালত আপাতত ৬ জুন পর্যন্ত তাকে এনআইএ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে ব্যবসায়ী, ইউ টিউবার-একাধিক পেশায় যুক্তদের গ্রেপ্তার করা হয়েছে পাকচর সন্দেহে। কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হল সিআরপিএফ জওয়ানের নাম। ফলে প্রশ্ন উঠছে, যাদের হাতে দেশের নিরাপত্তা রক্ষার দায়িত্ব থাকে, তারাই যদি এইভাবে শত্রুপক্ষের হয়ে কাজ করে তাহলে নিরাপত্তা সুনিশ্চিত হবে কী করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *