কলকাতা- সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৫ উইকেটে হেরে এবারের মতো আইপিএলে আশা শেষ চেন্নাই সুপার কিংসের। ম্যাচে হেরে প্লে অফের স্বপ্নও কার্যত শেষ চেন্নাইয়ের। এই মুহূর্তে আইপিএল লিগ টেবিলে লাস্ট বয় পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই।
আইপিএলের লিগ টেবিলে সবার শেষে দুই দল সানরাইজার্স হায়দরাবাদ ও চেন্নাই সুপার কিংস। শুক্রবার পরস্পরের মুখোমুখি হয়েছিল এই দুই দল। প্লে অফের স্বপ্ন কোনও রকমে টিকিয়ে রাখার লড়াই ছিল এই দুই দলের কাছেই। এই ম্যাচে শেষ হাসি হাসল হায়দরাবাদ। এদিন এমএ চিদাম্বরম স্টেডিয়ামে টসে জিতে চেন্নাইকে প্রথমে ব্যাট করতে পাঠায় হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে ম্যাচের প্রথম বলেই উইকেট খোয়ায় চেন্নাই। মহম্মদ শামিকে উইকেট দিয়ে এলেন সাইক রশিদ। এদিন দলের রানকে সম্মানজনক জায়গায় পৌঁছে দেন ১৭ বছরের আয়ুষ মাত্রে। আয়ুষ করলেন ১৯ বলে ৩০ রান। ব্রেভিস ২৫ বলে করেন ৪২ রান।
এই ম্যাচেও রান পেলেন না ধোনি (৬)। শেষমেশ সব উইকেট হারিয়ে ১৫৪ রানে থামে চেন্নাইয়ের ইনিংস। ১৫৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে কালঘাম ছুটল হায়দরাবাদের। এদিনও রান পাননি অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড। ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই আউট হয়ে সাজঘরে ফেরেন অভিষেক। ট্র্যাভিস হেড কোনও রকমে ১৬ বলে করলেন ১৯ রান। হেনরিক ক্লাসেন ফিরে গেলেন ৭ রানে। হায়দরাবাদকে এ যাত্রায় বাঁচিয়ে দিলেন ঈশান কিষান। তিনি করেন ৪৪ রান।