কলকাতা – মে মাসে আবার বাংলার আকাশে দুর্যোগের মেঘ! মে মাস মানেই যেন বাংলায় বড় দুর্যোগ! বছর কয়েক আগে এই মাসেই ধেয়ে এসেছিল আয়লা, আমফানের মতো একের পর এক ঘূর্ণিঝড়।
আবার এক দুর্যোগের আশঙ্কা দানা বাঁধছে। হাওয়া অফিস বলছে, বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ। যার জেরে আগামী সপ্তাহে চার জেলা ভাসবে বৃষ্টিতে। তবে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না তা এখনও স্পষ্ট নয়।
আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, ২৭ মে, মঙ্গলবার মধ্য ও সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে তৈরি হবে নিম্নচাপ। বৃহস্পতিবারের মধ্যে সেই নিম্নচাপ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে। তবে এই নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা এখনই দেখছেন না আলিপুর আবহাওয়া দপ্তরের আবহবিদরা।
২৮ মে, বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গে। নিম্নচাপের প্রভাবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি চলবে। শুধু বঙ্গোপসাগর নয়, আরব সাগরেও ক্রমশ নিম্নচাপ ঘনীভূত হচ্ছে। এই নিম্নচাপ উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
শুক্রবার ও কাল, শনিবার বাংলা জুড়েই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ-সহ উত্তরবঙ্গের তিন-চার জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা।