কলকাতা- আমন্ত্রণ জানিয়েছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরই আমন্ত্রণে দিঘার জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটনের ঘণ্টাদুয়েকের মধ্যেই স্ত্রী রিঙ্কুকে নিয়ে জগন্নাথ মন্দিরে দিলীপ ঘোষ। এদিন তিনি চার নম্বর গেট দিয়ে মন্দিরের ভিতরে ঢোকেন তিনি। মন্দির চত্বরে এদিন দম্পতিকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ।
দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন, তিনি দিঘার জগন্নাথ মন্দির নিয়ে রাজনীতি করতে রাজি নন। এদিন বিজেপির দাপুটে নেতা বলেন, তিনি রামেও বিশ্বাসী, আবার জগন্নাথদেবের উপরও তাঁর অগাধ বিশ্বাস। আর তিনি মুখ্যমন্ত্রীর আমন্ত্রণ রক্ষা করতেই এসেছেন দিঘায়।