‘ও জীবনে অনেক কষ্ট পেয়েছে, ওকে আশীর্বাদ করুন’, স্ত্রীর জন্য প্রার্থনা দিলীপ ঘোষের

কলকাতা- একমাত্র ছেলেকে সদ্য হারিয়েছেন তিনি। ছেলের মৃত্যুর কারণ হিসেবে সমাজের একাংশ কাঠগড়ায় তুলেছে তাঁকেই। সেই সমাজ থেকে তাঁর মুখ ফিরিয়ে নেওয়ার কথা! এমন পরিস্থিতিতে রিঙ্কু মজুমদার শান্তির খোঁজে। স্ত্রীর মন ভাল করতে ত্রিপুরার শান্তি কালী আশ্রমে ছুটলেন স্বামী। পুজো দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। ঈশ্বরের কাছে করজোড়ে স্ত্রীর জন্য স্বামীর প্রার্থনা ‘ও জীবনে অনেক কষ্ট পেয়েছে। বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারে।’

দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার বিয়ের ২৯ দিনের মাথায় সব থেকে বড় শোক পেয়েছেন। রিঙ্কু প্রথমপক্ষের একমাত্র সন্তান সৃঞ্জয় দাশগুপ্তকে হারান। সৃঞ্জয়ের মৃত্যুর পর সমাজের অধিকাংশ দায়ী করে মাকেই। যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর দেখা যায়, সৃঞ্জয় আগে থেকে নানা রোগে আক্রান্ত ছিলেন। তাঁর মৃত্যুর কারণ শারীরিক রোগভোগ। এদিকে একমাত্র ছেলের মৃত্যু, তার উপর সামাজিক চাপে কার্যত ভেঙে পড়েছিলেন দিলীপ-জায়া। এসবের মাঝেই স্ত্রীর মন পরিবর্তন করতে তাঁকে নিয়ে বুধবার ত্রিপুরায় গিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ।

বৃহস্পতিবার সাত সকালে তাঁরা পৌঁছন ত্রিপুরার শান্তি কালী আশ্রমে। সেখানে প্রার্থনা সেরে আশীর্বাদ নেন ‘পদ্মশ্রী’ সম্মান প্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের কাছে। নিজের জন্য নয়, স্ত্রীর জন্যই আশীর্বাদ চান দিলীপ। সদ্য পুত্রহারা রিঙ্কু যেন শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারেন, প্রার্থনা করেন দিলীপ। তিনি বলেন, ‘আশীর্বাদ করুন আমার স্ত্রীকে। জীবনে অনেক কষ্ট পেয়েছে ও। একমাত্র সন্তান ছিল। কিছুদিন আগে মারা গিয়েছে।’ এরপর আশ্রম থেকে বেরিয়ে তাঁরা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *