‘শুধু মর্নিওয়াক করলে কোনওদিন বিয়ে হবে না,’ বিয়ের পরদিন স্বমহিমায় দিলীপ ঘোষ

কলকাতা- কয়েক ঘণ্টা মাত্র হয়েছে তিনি বিয়ে করেছেন। বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ের খবর দাবানলের মতো ছড়ায়। দিলীপ অবশ্য যেমন ছিলেন, সেরকমই আছেন। বিয়ের পরের দিনই ইকো পার্কে হাঁটতে বেরিয়ে পড়েছেন শনিবার। সঙ্গে অবশ্য ছিলেন না স্ত্রী।

যাঁদের সঙ্গে দিলীপ মর্নিং ওয়াকে আসেন এদিনও সঙ্গী ছিলেন তাঁরাই। শনিবার সকালে ধুমধাম করে পালিত হল দিলীপ ঘোষের জন্মদিন। কেক এবং পায়েস নিয়ে এসেছিলেন বিজেপি নেতার প্রাতভ্রমণের সঙ্গীরা। খাতায় কলমে দিলীপ ঘোষের জন্মদিন ১ আগস্ট। কিন্তু তিথি মেনে তিনি প্রতিবার ১৯ এপ্রিল জন্মদিন পালন করেন। বিয়ে করে অনেককে চমকে দিলেও দিলীপ ঘোষের কোনও হেলদোল নেই।

শনিবার সাংবাদিকদের সমস্ত প্রশ্নের উত্তর দিলেন স্বমহিমায়। শুক্রবার থেকেই রটে গিয়েছে, মর্নিংওয়াকে বেরিয়েই নাকি স্ত্রী রিঙ্কু মজুমদারের সঙ্গে আলাপ দিলীপ ঘোষের। বিজেপি নেতা জানালেন, ‘এখানে কেন আলাপ হতে যাবে? উনি মর্নিং ওয়াকে বেরোন না। বাড়িতেই আছেন। অনেকে বলছে শুনছি, মর্নিং ওয়াকে বেরোলে প্রেম হয়, ভালবাসা হয়। যারা এটা ভাবছে তাঁদের সারাজীবন হাঁটলেও প্রেম হবে না, বিয়েও হবে না।’

প্রসঙ্গত, শুক্রবার গোধূলি লগ্নে বৈদিক মতে বিবাহবন্ধনে আবদ্ধ হন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। বিয়ের অনুষ্ঠানে সাদা চিকনকারি পাঞ্জাবিতে হাজির হন দিলীপ। সঙ্গে সাদা ধুতি, মাথায় টোপর। খাঁটি বাঙালি সাজে ধরা দেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি। সোনালী পাড়ের লাল বেনারসিতে সেজেছিলেন রিঙ্কু। মাথায় ছিল চোলি এবং ছোট্ট মুকুট। মানানসই সোনার গয়না গলায়!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *