কলকাতা – বিজেপি নেতা দিলীপ ঘোষের কদিন আগেই বিয়ে হয়েছিল। তাঁর স্ত্রী রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলের নাম সৃঞ্জয় ওরফে প্রীতম। যিনি দিলীপ ঘোষকে বাবা বলে মেনে নিতে রাজি ছিলেন। মায়ের বিয়েতে থাকতে পারেননি তিনি। তবে এই ঘটনায় খুশি হয়েছিলেন বলে প্রীতম নিজেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন।
আজ, মঙ্গলবার তাঁর রহস্যমৃত্যু হয়েছে বলে খবর। সূত্রের খবর, রিঙ্কুর একমাত্র ছেলেকে বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, প্রীতম আত্মহত্যা করেছেন।