হাসপাতালে ভর্তি সৃজিত মুখোপাধ্যায়, খুবই অসুস্থ টলিউডের জনপ্রিয় পরিচালক

কলকাতা- হাসপাতালে ভর্তি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। শুক্রবার মাঝরাতে শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় পরিচালককে। জানা যাচ্ছে, আচমকা শ্বাসকষ্ট শুরু হয় সৃজিতের। সেই সঙ্গে বুকে হালকা ব্যথাও অনুভব করছিলেন। সেই সঙ্গে ছিল কোমরে ব্যথা। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই মানসিক চাপে ভুগছিলেন পরিচালক।

শুক্রবার পরিস্থিতি বেগতিক দেখে তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সে রাতেই কিছু পরীক্ষা করানো হয়েছে। শনিবার টেস্টের রিপোর্ট আসার কথা। সেই মতো পরবর্তী চিকিৎসা শুরু হবে। হাসপাতাল সূত্রে খবর, এখন সৃজিতের শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল।

জানা যাচ্ছে, যে হাসপাতালে ভর্তি রয়েছেন পরিচালক, সেখানেই ‘কিলবিল সোসাইটি’ ছবির শুটিং করেছিলেন তিনি। এদিকে, শনিবার আর রবিবার পরিচালকের সিনেমা হলে গিয়ে দর্শকদের সঙ্গে দেখা করার কথা ছিল। কিন্তু শরীর খারাপের কারণে শনিবারের সিনেমা হলে যাওয়া বাতিল করতে হয়েছে। দ্রুত সুস্থতা কামনা করছেন সহকর্মী থেকে অনুরাগী সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *