‘বোমা মেরে উড়িয়ে দেব’, শিরডি সাই বাবা মন্দিরে হুমকি ইমেল, প্রবল আতঙ্ক এলাকায়

কলকাতা- এবার শিরডি সাই বাবার মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! ইমেল মারফৎ হুমকি মিলতেই নড়েচড়ে বসল মন্দির কর্তৃপক্ষ। বাড়ানো হল মন্দিরের নিরাপত্তা। এমন ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল মন্দির চত্বরে। চারপাশ ঘিরে রেখেছে নিরাপত্তারক্ষীরা।

মন্দির কর্তৃপক্ষের তরফে জানা গেছে, গতকাল অজ্ঞাত পরিচয় ইমেল আইডি থেকে শিরডি সাই মন্দিরে হুমকি মেল আসে। মেলে লেখা ছিল, বোমা মেরে মন্দির উড়িয়ে দেওয়া হবে। সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষ খবর দেয় পুলিশে। পুলিশ এসে মন্দিরে তল্লাশি শুরু করে। সরিয়ে দেওয়া হয় দর্শনার্থীদের। খতিয়ে দেখা হয় সিসিটিভি ফুটেজ। বাড়ানো হয় মন্দিরের নিরাপত্তা। কে, কোথা থেকে হুমকি ইমেলটি পাঠিয়েছে, তার উৎস খোঁজার চেষ্টা করছে পুলিশ।

যদিও এই প্রথম নয়, এর আগেও শিরডি সাই বাবা মন্দির বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি এসেছিল। তবে এবারের পরিস্থিতি আলাদা। পহেলগাঁও জঙ্গি হামলার মতো ঘটনার পর হুমকি ইমেল হালকাভাবে নিচ্ছে না পুলিশ। ফলে সামান্যতম ঝুঁকিও নিতে চাইছে না সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *