কলকাতা- আবারও ফিরছে করোনার চোখরাঙানি। চলতি মাসে ইতিমধ্যেই দক্ষিণের রাজ্য কেরালায় ১৮২ জন আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে। প্রাণ গিয়েছে দু’জনের। আর, এবার বাংলাতেও ফের একবার পৌঁছে গেল ভয়ঙ্কর ভাইরাস। এখনও পর্যন্ত এই মরশুমে বাংলায় মোট তিনজন করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছে।
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মহকুমার দুই বাসিন্দার শরীরে থাবা বসিয়েছে করোনা। তাদের দু’জনেরই বয়স অল্প। আক্রান্তদের মধ্য একজন কিশোর, অন্যজন বছর কুড়ির তরুণী। দু’জনই শ্বাসকষ্ট নিয়ে ডায়মন্ড হারবার হাসপাতালে ভর্তি হয়েছিল। আরটিপিসিআর পরীক্ষায় তাদের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। (প্রতীকী ছবি)
চলতি মাসেরই প্রথম দিকে দক্ষিণ কলকাতার আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এক করোনা আক্রান্তকে ভর্তি করা হয়। সেই মহিলারও শ্বাসকষ্ট ছিল। সঙ্গে ছিল অন্য়ান্য উপসর্গ। এক সপ্তাহ তাঁকে আইসোলেশনে রাখা হয়। তারপর ছেড়ে দেওয়া হয়। সরকারি হিসাবে বলছে, এই মুহূর্তে দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২৫৭। গতকাল (শুক্রবার – ২৩ মে, ২০২৫) বিকেল পর্যন্ত দিল্লি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্য়া ছিল – ২৩। দিল্লি সরকারের পক্ষ থেকে ইতিমধ্য়েই হাসপাতালগুলিকে সতর্ক করা হয়েছে। করোনার চিকিৎসার জন্য পর্যাপ্ত সংখ্যা শয্যা, ওষুধ ও অক্সিজেনের জোগান মজুত রাখতে বলা হয়েছে। সতর্কতামূলক গাইডলাইন জারি করেছে দক্ষিণী রাজ্য অন্ধ্রপ্রদেশও।