কলকাতা- পহেলগাঁও জঙ্গি হামলার জবাবে পাকিস্তানে পাল্টা প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরে ৯টি জঙ্গিঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়। এর পরই জম্মু-কাশ্মীর, পঞ্জাব, রাজস্থানে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ড্রোন, ক্ষেপণাস্ত্রর মাধ্যমে পালটা হামলার চেষ্টা চালায় পাক সেনা। ভারতীয় সেনা তা অনেকাংশে রুখলেও জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলগুলিতে পাক গোলাবর্ষণে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়িঘর, প্রাণও হারিয়েছেন অনেকে।
এবার এই হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়াতে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জম্মু ও কাশ্মীরে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের এক্স হ্যান্ডেলে একথা জানিয়ে একটি পোস্ট করা হয়েছে। আগামী ২১ থেকে ২৩ মে পর্যন্ত জম্মু ও কাশ্মীরের সীমান্তবর্তী শ্রীনগর, পুঞ্চ এবং রাজৌরি পরিদর্শন করবে দলটি। এই প্রতিনিধিদলে থাকবেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও ব্রায়েন, মহম্মদ নাদিমুল হক, সাগরিকা ঘোষ এবং রাজ্যের মন্ত্রী মানস রঞ্জন ভুঁইয়া এবং মমতা ঠাকুর। স্বজনহারা পরিবারগুলির সঙ্গে দেখা করবেন তৃণমূলের প্রতিনিধিদলের সদস্যরা।