চাকরি হারানো গ্রুপ-সি, গ্রুপ-ডি কর্মীরা পাবেন মাসিক ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা- চাকরি হারানো গ্রুপ-সি, গ্রুপ-ডি অশিক্ষক কর্মীদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার নবান্নে মুখ্যসচিবের ফোনে অশিক্ষক কর্মীদের জন্য বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘যতদিন মামলার নিষ্পত্তি না হচ্ছে, ততদিন অশিক্ষক কর্মীদের ভাতা দেবে রাজ্য সরকার।’

এদিন নবান্নে চাকরিহারা অশিক্ষক কর্মীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। তাঁর ফোনেই চাকরিহারাদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘চাকরিহারাদের জন্য রাজ্য সরকার ব্যথিত। তবে আদালতের রায় অমান্য করা সম্ভব নয়। আপনাদের কীভাবে সংসার চলবে, তা নিয়ে রাজ্য সরকারও চিন্তিত। তাই আপনাদের জন্য় বিকল্প রাস্তা ভাবা হয়েছে।

এখন থেকে চাকরিহারা গ্রুপ-সি কর্মীরা প্রতি মাসে ২৫ হাজার টাকা এবং গ্রুপ-ডি কর্মীরা প্রতি মাসে ২০ হাজার টাকা করে ভাতা পাবেন। আপনাদের এই অর্থ সাহায্য করবে শ্রমদপ্তর। এর সঙ্গে শিক্ষাদপ্তরকে যুক্ত করছে না রাজ্য।’

তিনি আরও বলেন, ‘রাজ্য সরকার ডানলপের বন্ধ হয়ে যাওয়া কারখানার শ্রমিকদের মাসিক ১০ হাজার টাকা আর্থিক সাহায্য করে। তেমনই গ্রুপ-সি ও গ্রু-ডি-র চাকরিহারাদের আর্থিক সাহায্যের প্রস্তাব দেওয়া হচ্ছে। ওরা রাজি থাকলে যতদিন না আদালতে মামলার নিষ্পত্তি হচ্ছে ততদিন এই টাকা দেওয়া হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *