জঙ্গি নেতা হাফিজ সঈদ ঘনিষ্ঠ আমির হামজা গুরুতর আহত নিজের বাড়িতেই! কে মারছে একের পর এক জঙ্গিদের!

কলকাতা-নিজের বাড়িতেই গুরুতর জখম লস্কর এ তৈবার সহ প্রতিষ্ঠাতা ও হাফিজ সঈদের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী আমির হামজা। তাকে লাহোরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে খবর। ঠিক কীভাবে হামজা জখম হলেন তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

সূত্রের খবর, কোন অজ্ঞাত পরিচয় হামলাকারীর হাতে আক্রান্ত হয়ে থাকতে পারে লস্করের এই অন্যতম সহ প্রতিষ্ঠাতা। কিছু কিছু সমাজমাধ্যমে খবর ছড়ায়, হামজার দেহে গুলির চিহ্ন পাওয়া গিয়েছে। যদিও এই তথ্যকে নাকচ করা হয়েছে। আপাতত আইএসআইয়ের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তায় এক সামরিক হাসপাতালে রেখে তার চিকিৎসা চলছে। উল্লেখ্য, দিন কয়েক আগেই লস্করের অন্যতম নেতা সাইফুল্লাহ খালিদ অজ্ঞাত পরিচয় বন্দুকধারীদের হাতে খুন হয়। এর পরই আবু হামজার জখম হওয়ার ঘটনায় রহস্য দানা বেঁধেছে।

নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর এ তৈবার ১৭ জন সহ প্রতিষ্ঠাতার মধ্যে অন্যতম আমির হামজা। বাড়ি পঞ্জাব প্রদেশের গুজরানওয়ালা শহরে। ২০১২ সালে তাকে আমেরিকা ‘সন্ত্রাসবাদী’ বলে ঘোষণা করে। ২০০০ সালের গোড়ার দিকে ভারতেও সক্রিয় ছিল সে। সূত্রের খবর, বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সে হামলার ব্লু প্রিন্ট খালিদ সাইফুল্লাহর সঙ্গে মিলে তিনি তৈরি করেছিল।

লস্কর এ তৈবার সংগঠনের মধ্যে উত্তেজক বক্তব্য দেওয়ার জন্য পরিচিতি ছিল তার। সূত্রের খবর, ২০১৮ সালের পর থেকে লস্করের সঙ্গে কিছুটা দূরত্ব তৈরি হয় তার। ‘জইশ এ মাখফা’ নামে নতুন সংগঠন তৈরি করে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপ চালিয়ে যেতে থাকে হামজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *