বিশ্বকাপে আর দেখা যাবে না ভারত-পাকিস্তান ম্যাচ! ক্রিকেটপ্রেমীদের মন খারাপ করা খবর দেবে আইসিসি

কলকাতা – ২০২৬ টি২০ বিশ্বকাপে ভারত–পাক লড়াই দেখা যাবে না!‌ এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। জানা যাচ্ছে দুই দল এক গ্রুপে নাও থাকতে পারে। প্রসঙ্গত, ২০২৬ টি২০ বিশ্বকাপের যুগ্ম আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। টুর্নামেন্ট ফেব্রুয়ারিতে।

ভারত–পাক দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ হওয়ার পর দুই দেশ এখন শুধু আইসিসি টুর্নামেন্টেই মুখোমুখি হয়। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যায়নি পাকিস্তানে খেলতে। হাইব্রিড মডেলে ভারত খেলেছিল দুবাইয়ে।

সম্প্রতি ভারত–পাক সংঘাতের যে আবহ তৈরি হয়েছে তাতে ভারত অন্তত পাকিস্তানের সঙ্গে আর ক্রিকেট খেলতেই চাইছে না। যদিও গোটা বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি। ১৭ থেকে ২০ জুলাই সিঙ্গাপুরে বসবে আইসিসির বার্ষিক সাধারণ সভা। সেখানেই এই বিষয়ে রফাসূত্র খোঁজা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *