কলকাতা- যুদ্ধবিরতির কথা ঘোষণা করলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি। শনিবার বিকেল ৫টা থেকেই যুদ্ধবিরতি লাগু হয়েছে।
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিল ভারত। শনিবার ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্রি বলেন, ‘আজ বিকেল ৫টা থেকে ভারত আর পাকিস্তান সব ধরনের সংঘর্ষ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।’ মাত্র ১-২ মিনিট স্থায়ী হয় এই সাংবাদিক বৈঠকটি।
এদিন বিকেল নাগাদ এক্স হ্যান্ডেলে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লেখেন,’আমেরিকার মধ্যস্থতায় রাতভর (আমেরিকার হিসাবে) আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’ এর পর ভারত এবং পাকিস্তানের রাজনৈতিক নেতৃত্বকে স্বাগত জানিয়ে ট্রাম্পের মন্তব্য, ‘বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’
ট্রাম্পের এই পোস্টের পর দুই দেশের তরফেই যুদ্ধবিরতিতে রাজি হওয়ার কথা জানানো হয়। প্রথমে পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাকদার সামাজিক মাধ্যমে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন। পরে ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি সাংবাদিক বৈঠক করে জানান, পাকিস্তানের আর্জিতে সাড়া দিয়ে ভারত সংঘর্ষ থামাতে রাজি হয়েছে। তবে দুই দেশের কেউই ট্রাম্পের মধ্যস্থতার কথা উল্লেখ করেনি।