আর কোনওদিন হবে না ভারত-পাক সিরিজ! দুই প্রতিবেশী দেশের ক্রিকেটীয় সম্পর্ক চুকেবুকে গেল!

কলকাতা- আগামী দিনে পাকিস্তানের সঙ্গে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলবে না ভারত। এদিন বিসিসিআইয়ের তরফ থেকে এমনটাই জানিয়ে দেওয়া হল। পহেলগাঁও জঙ্গিহামলার পর থেকেই পাকিস্তানকে ক্রিকেট সহ অন্যান্য সব ক্ষেত্র থেকেই বাতিল করার দাবি উঠছিল। এবার কার্যত সেই পথেই হাটল ভারত। এদিন বিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেন ‘আমরা ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। সরকার যেটা বলবে, সেটাই করব। সরকারি নীতির কারণেই আমরা পাকিস্তানের বিরুদ্ধে কোনও দ্বিপাক্ষিক সিরিজ খেলি না। আগামী দিনেও খেলব না। যদিও আইসিসির সঙ্গে চুক্তির শর্ত মেনে আইসিসি টুর্নামেন্টে খেলতে হবে। এই বিষয়ে আইসিসিও অবগত রয়েছে।‘

২০০৮ সালে শেষবার পাকিস্তান সফরে গিয়েছিল ভারত। পাক ক্রিকেটারেরা ২০১২ সালে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল এদেশে। ২০২৩ সালেও বিশ্বকাপে খেলতে ভারতে এসেছিল পাক দল। কিন্তু ২০১৩ পর থেকে আর কোনও দ্বিপাক্ষিক সিরিজে খেলেনি ভারত-পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতেও নিরাপত্তার কারণে পাকিস্তান যায়নি ভারত। এবার আগামীতে যে ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ হওয়ার আর কোনও সম্ভাবনা নেই। সেই খবরেও সিলমোহর দিল বিসিসিআই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *