বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশপথ ব্যবহার করতে দিল না পাকিস্তান! এ কেমন মানসিকতা!

কলকাতা – অমানবিকতার নজির! মাঝ আকাশে বিপদে পড়া ভারতীয় বিমানকে আকাশ সীমা ব্যবহারের অনুমতি দিল না পাকিস্তান।

বুধবার দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো এয়ার লাইন্সের একটি বিমান ২২৭ জন যাত্রী নিয়ে মাঝ আকাশে তুমুল ঝড়-বৃষ্টি ও হাওয়ার কারণে চরম বিপদের মুখে পড়ে।

হাওয়ার গতিবেগ এতটাই বেশি ছিল যে বিমানের ভারসাম্য ধরে রাখাই কঠিন হয়ে যাচ্ছিল। এই পরিস্থিতিতে পাকিস্তানের আকাশ সীমায় ঢোকার অনুমতি চেয়েছিলেন পাইলট। লাহোরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হলে পাকিস্তান সরাসরি এই আর্জি নাকচ করে দেয়।

বাধ্য হয়ে তুমুল ঝড়ঝঞ্ঝার মধ্যেই বিমান নির্ধারিত পথেই এগোতে থাকে। শিলাবৃষ্টিতে বিমানের সামনের অংশ ভেঙে যায়। ওই অবস্থাতেও বিমান নিয়ন্ত্রণে রেখে নিরাপদেই শ্রীনগরে অবতরণ করান পাইলট।

যাত্রীদের কারো ক্ষতি হয়নি। এই ঘটনা সামনে আসার পর থেকেই পাকিস্তানের আচরণে বিভিন্ন মহলে ছি ছি পড়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *