কলকাতা- ভারত-পাকিস্তান যুদ্ধ আবহে অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল। বৃহস্পতিবার রাতে গভর্নিং কাউন্সিল জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেয়। গতকাল ধর্মশালায় পঞ্জাব কিংস বনাম দিল্লি ক্যাপিটালসের ম্যাচ বাতিল করে দেওয়া হয়েছিল। তড়িঘড়ি দর্শকদের মাঠ থেকে বের করে দেওয়া হয়েছিল। এই বছর সেপ্টেম্বরে বাকি ম্যাচগুলি করার কথা ভাবতে পারে বোর্ড। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আপাতত আইপিএল স্থগিত রাখার সিদ্ধান্ত বলে জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, ‘দেশের যখন এই পরিস্থিতি। একটা যুদ্ধের আবহ রয়েছে। তখন ক্রিকেট খেলা ভাল লাগে না।’ বৃহস্পতিবার বোমাতঙ্ক ছড়ায় জয়পুরের সোয়াই মান সিং স্টেডিয়ামে। তারপর বৃহস্পতিবার রাতের ম্যাচ পাকিস্তানের ড্রোন হামলার জেরে মাঝপথেই বন্ধ করে দিতে হয়। তাই আর ঝুঁকি নিতে চায়নি বিসিসিআই। জানিয়ে দেওয়া হল আপাতত স্থগিত আইপিএল। ফাইনাল হওয়ার কথা ছিল ২৫ মে ইডেনে। এখন যা পরিস্থিতি তাতে আইপিএল বিদেশে চলে যাবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। সূত্রের খবর, দক্ষিণ আফ্রিকায় চলে যেতে পারে আইপিএলের শেষ পর্ব। যদিও বিসিসিআই জানিয়েছে, টুর্নামেন্টের বাকি ম্যাচ নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। নিরাপত্তার জন্যই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে বোর্ড।