কলকাতা- সোনি সাব চ্যানেলে ‘তারক মেহতা কা উলটা চশমা’ বলে একটা সিরিয়াল হতো মনে আছে? ২০০৮ সালের ২৮ জুলাই শুরু হওয়া এই হাস্যকৌতুক সিরিয়ালটি ২০২৪ সালে চার হাজার পর্ব সম্পূর্ণ করেছে।
ভারতীয় টেলিভিশন চ্যানেলে সব থেকে বেশি দিন ধরে সাফল্যের সঙ্গে সিরিয়ালটি চলে। সিরিয়ালের জনপ্রিয় এক চরিত্র ছিল চম্পকলাল গদা। সেই চম্পকলালের নামেই রোবোটিক সারমেয়টির নামকরণ করা হয়েছে।
আইপিএল শুরুর আগে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে কর্তৃপক্ষ নামকরণের ব্যাপারে মতামত জানতে চায় সাধারণ মানুষের কাছে। সাধারণ মানুষের ভোটাভুটির নিরিখেই রোবোটিক সারমেয়টির নামকরণ করা হয়। আই পি এলের প্রতিটি ম্যাচেই হাজির থাকে সে। ম্যাচ শুরুর আগে ক্রিকেটারদের সঙ্গে ‘গা ঘামাতেও’ দেখা গেছে চম্পককে। চম্পকের সঙ্গে মজা করতেও দেখা গেছে ধোনি, হার্দিক পাণ্ডিয়া-সহ একাধিক ক্রিকেটারকে। আই পি এলে সাধারণ মানুষ থেকে ক্রিকেটার সবার মন জয় করে নিয়েছে এই রোবোটিক সারমেয়।