করোনা কি ফিরছে? আবার কি মাস্ক পরতে হবে? সরকার কী বলছে জেনে নিন

কলকাতা- কোভিড কি ফিরছে? নতুন করে একটা আশঙ্কা তৈরি হয়েছে। এশিয়ায় কোভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, যার মধ্যে হংকং, সিঙ্গাপুর এবং থাইল্যান্ডে সবচেয়ে বেশি হয়েছে বলে খবর। অতিমারির সেই ভয়াবহ স্মৃতি আবার ফিরতে শুরু করেছে।

আশার কথা একটাই, সাম্প্রতিক সংক্রমণের ঊর্ধ্বগতিতে ভারত মোটামুটি প্রভাবিত হয়নি, সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ১২মে পর্যন্ত ছিল ১৬৪টি কেস, ভারতে ১৯ শে মে দেশে মোট সক্রিয় কোভিড সংক্রমণের সংখ্যা ২৫৭ দাঁড়িয়েছে। বিপুল জনসংখ্য়ার দেশে এই সংখ্য়াটা অত্যন্ত কম। কেরলে় সর্বোচ্চ ৬৯, মহারাষ্ট্রে ৪৪ এবং তামিলনাড়ুতে ৩৪ জন আক্রান্ত হয়েছেন।

ন্যাশনাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল, ইমার্জেন্সি মেডিক্যাল রিলিফ ডিভিশন, ডিজাস্টার ম্যানেজমেন্ট সেল, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ এবং সেন্ট্রাল গভর্নমেন্ট হাসপাতালের বিশেষজ্ঞরা সোমবার স্বাস্থ্য পরিষেবার ডিরেক্টর জেনারেলের সভাপতিত্বে একটি পর্যালোচনা বৈঠক করেন।

ভারতের বর্তমান কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ২০২৫ সালের ১৯ মে পর্যন্ত ভারতে সক্রিয় কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ২৫৭, যা দেশের বিশাল জনসংখ্যার বিবেচনায় খুবই কম। এই কেসগুলির প্রায় সবই মৃদু, হাসপাতালে ভর্তির প্রয়োজন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *