কলকাতা- দিঘায় তৈরি হচ্ছে পুরীর অনুকরণে জগন্নাথ মন্দির। অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে এই মন্দিরের। মন্দির উদ্বোধনের আগেই ঘটে গেল এক রহস্যজনক ঘটনা। দিঘার সমুদ্রে ভেসে এল জগন্নাথদেবের একটি কাঠের সুদৃশ্য মূর্তি। রবিবার বিকেলে মূর্তিটি ভেসে আসার ঘটনায় শোরগোল পড়ে যায় সৈকত শহরে। মূর্তিটি দেখতে উপচে পড়েছে ভিড়।
দিঘার সমুদ্র সৈকতে ভিড় ছিল পর্যটকদের। সেই সময় সমুদ্র সৈকতে থাকা পর্যটকদের দাবি, ঢেউয়ের সঙ্গে সমুদ্রের তীরে ভেসে আসে সাদা রঙের কাঠের এক জগন্নাথ মূর্তি। তাঁরাই প্রথম দেখতে পান মূর্তিটিকে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোরগোল পড়ে যায়। এর পর পর্যটকরাই মূর্তিটি সমুদ্রের জল থেকে তুলে ঘাটে নিয়ে যান। কোথা থেকে ভেসে এল এই মুর্তি, সেই উত্তর অজানা। অনেকেই এই ঘটনার সঙ্গে পুরীর জগন্নাথ দেবের মূর্তি তৈরির সাদৃশ্য খোঁজার চেষ্টা করছেন। এমন ঘটনার কোনও সুনির্দিষ্ট ব্যাখ্যা না থাকলেও, স্থানীয় বাসিন্দা এবং ভক্তদের মধ্যে জোর চর্চা শুরু হয়েছে এ নিয়ে। তবে প্রাথমিকভাবে মূর্তিটি দেখে মনে হচ্ছে সদ্য নির্মিত নিখুঁত একটি কাঠের তৈরি মূর্তি।
দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঘিরে এই মুহূর্তে সাজসাজ রব। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। হাতে আর মাত্র কয়েকটা দিন। অক্ষয় তৃতীয়াতেই অর্থাৎ ৩০ এপ্রিল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে দিঘার জগন্নাথ মন্দিরের। উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে জানা গিয়েছে, আগামী ২৭ তারিখ দিঘায় যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২৮ তারিখ তিনি ট্রাস্টি বোর্ডের সঙ্গে বৈঠক করবেন। প্রশাসনিক কর্তাদের সঙ্গেও তাঁর আলোচনা হবে। ২৯ এপ্রিল নবনির্মিত জগন্নাথ মন্দিরে হবে যজ্ঞ। ৩০ এপ্রিল মন্দির উদ্ধোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই দিঘার সমস্ত সরকারি হোটেল, গেস্ট হাউস বুকিং করা হয়েছে প্রশাসনের তরফে। উদ্বোধনের আগেই হঠাৎ মূর্তির আবির্ভাব গোটা অনুষ্ঠানকে আলাদাভাবে আধ্যাত্মিক ছোঁয়া দিয়ে গেল বলে কারও কারও দাবি। অনেকেই একে ‘শুভ লক্ষণ’ হিসেবে দেখছেন।
তবে মূর্তি ভেসে আসার ঘটনা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের অনেকেই ‘সাজানো গল্প’ বলে দাবি করেছেন। তাঁদের বক্তব্য, পুরীর জগন্নাথ দেবের মূর্তি তৈরীর জন্য ১৬ বছর পরপর নির্দিষ্ট দিনে কাঠ ভেসে আসে বলে শোনা যায়। আর দিঘাতে ভেসে এল আস্ত একটি কাঠের মূর্তি। দিঘার জগন্নাথ মন্দিরের আধ্যাত্মিক গুরুত্ব বাড়াতে এমনটা করা হয়নি তো?