‘ডিএনএ মিললেই সবাই অভিভাবক হয় না’, যীশুকে ইঙ্গিত করে এ কী লিখলেন নীলাঞ্জনা!

কলকাতা – ২০ বছরের দাম্পত্য। সেই দাম্পত্যে ভাঙন। নীলাঞ্জনা ব্যক্তিগত জীবনে ঝড়ের মধ্যে আছেন যেন। দুই মেয়ে সারা-জারাকে আঁকড়ে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন।

নিজের মতো করে নতুন ধারাবাহিকের প্রি প্রোডাকশনের কাজ সামলাচ্ছেন। ইন্ডাস্ট্রির অন্দরমহল সূত্রে খবর, যিশুর সঙ্গে সম্পর্কে ভাঙন ধরার পর থেকে নীলাঞ্জনা দুই মেয়ে সারা-জারার প্রতি একা হাতে সমস্ত দায়িত্ব পালন করছেন।

একা মায়ের জীবনযুদ্ধের জন্য সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই নীলাঞ্জনার বন্ধুরা তাঁকে কুর্নিশ জানিয়েছেন। বিভিন্ন সময়ে সেসব প্রশংসামূলক পোস্ট তিনি সোশাল মিডিয়ার স্টোরিতেও ভাগ করে নিয়েছেন।

এবার তিনি সিঙ্গল মায়েদের মাতৃত্ব কাহনকে কুর্নিশ জানিয়ে কলম ধরেছিলেন। তিনি লেখেন, ‘আপনারা কি শুনছেন? সুপারহিরোদের অস্তিত্ব বাস্তবেও রয়েছে। তাঁদের সিঙ্গল মাদার বলা হয়।’ পোস্টের ক্যাপশনে লেখা- ‘সমস্ত সিঙ্গল মাদারদের জন্য বলছি- আপনারাই বাস্তবের হিরো। আপনাদের জন্য আরও শক্তি’।

নীলাঞ্জনার পোস্টে সায় দিয়ে ভালোবাসা জানিয়েছেন জনপ্রিয় গায়িকা রাগেশ্বরী, রূপাঞ্জনা মিত্র-সহ আরও অনেকে। আর সেই প্রেক্ষিতেই নেটপাড়ার একাংশ প্রশ্ন তুলেছে, নিজেকে ‘সিঙ্গল মাদার’ বলে দাবি করে নীলাঞ্জনা কি পাকাপাকি ডিভোর্সের ইঙ্গিত দিলেন?

এদিকে ইনস্টা স্টোরিতে ভাগ করে নেওয়া নীলাঞ্জনার পোস্টের মর্মার্থ, ‘ডিএনএ মিললেই মা-বাবা হওয়া যায় না। আপনার উপস্থিতি, প্রচেষ্টাও প্রয়োজন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *