অক্ষয় তৃতীয়ায় কাঞ্চন-শ্রীময়ী দেখালেন মেয়ের মুখ! কৃষভির EXCLUSIVE ছবি

কলকাতা- অক্ষয় তৃতীয়ার দিন প্রকাশ্যে এল কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজের মেয়ে কৃষভির মুখ। গত প্রায় ছ’মাসে সোশ্যাল মিডিয়ায় কখনই একরত্তির মুখ দেখাননি তাঁরা। কাঞ্চন ও শ্রীময়ী ঠিক করেছিলেন মেয়ের অন্নপ্রাশনের পরই কৃষভিকে সকলের সামনে আনবেন তাঁরা। বুধবার অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথিতে মুখেভাত সম্পন্ন হওয়ার পরই ছোট্ট কৃষভির ছবি এল সামনে।

শ্বশুরবাড়িতে ঘটা করে অন্নপ্রাশনের কোনও নিয়ম নেই। তাই বুধবার কলকাতার ইসকন মন্দিরে মেয়ের অন্নপ্রাশনের আয়োজন করেন শ্রীময়ী এবং কাঞ্চন। জাঁকজমকহীন অনুষ্ঠানের মধ্যে দিয়েই কৃষভির মুখে ঠাকুরের প্রসাদ তুলে দিয়েছেন তাঁরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীময়ী এবং কাঞ্চনের পরিবারের সদস্যরা। একরত্তি কৃষভির পরনে ছিল টুকটুকে লাল বেনারসি জামা। মাথায় ছিল মুকুট আর লাল চেলি। কৃষভিকে সোনার চিক উপহার দিয়েছেন কাঞ্চন। শ্রীময়ী দিয়েছেন রুপোর গয়না। নাতনিকে সোনার হার দিয়েছেন শ্রীময়ীর মা। উল্লেখ্য, গত বছর নভেম্বরে জন্ম নেয় কৃষভি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *