কলকাতা- এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের কাছে শেষ চারটে ম্যাচই ছিল নক আউটের মতো। প্লে-অফে যাওয়ার জন্য জিততে হত চারটেই। তবে তার মধ্যে দ্বিতীয়টায় এসেই হোঁচট খেয়েছে কেকেআর। শেষ ল্যাপে এসে পচা শামুকে পা কেটেছে নাইটরা। যে চেন্নাই সুপার কিংসকে প্রায় সব দলই হারিয়েছে চলতি IPL-এ, তাদের কাছেই হারল নাইটরা।
বৈভব আরোরার এক ওভারে ৩০ রান তুলে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ডেওয়াল্ড ব্রেভিস। জেতা ম্যাচ হাতছাড়া হয় কলকাতার। অজিঙ্ক রাহানের ক্যাপ্টেন্সি নিয়েও উঠছে প্রশ্ন। তবে সবচেয়ে বড় প্রশ্ন এখন নাইটদের প্লে-অফে যাওয়ার সম্ভাবনা। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। বাকি আর দুটো ম্যাচ। এই অবস্থা থেকে তাদের প্লে-অফে যাওয়ার সমীকরণটা জটিল।
IPL-এর প্লে-অফে ওঠার জন্য ম্যাজিক ফিগার হিসেবে ধরা হয় ১৬ পয়েন্টকে। কারণ অতীতে দেখা গিয়েছে ১৬ বা তার বেশি পয়েন্ট পেলে প্লে-অফে যাওয়া অনেকটাই নিশ্চিত হয় দলগুলির। তবে এবার পরিস্থিতি আলাদা। শেষ দুই ম্যাচে কলকাতার প্রতিপক্ষ সানরাইজ়ার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওই দুই ম্যাচ জিতলে নাইটরা পৌঁছবে ১৫ পয়েন্টে। এই দুটো ম্যাচে জয় পেলেও রাহানে-রাসেলদের তাকিয়ে থাকতে হবে বাকি দলগুলোর দিকে।
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে মুম্বই। বাকি দুটো ম্যাচে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালস। দুটো ম্যাচেই হারতে হবে মুম্বইকে। ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচে আছে দিল্লি। বাকি তিন ম্যাচের মধ্যে পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্সের বিরুদ্ধে হারতে হবে দিল্লিকে। আবার মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে জয় পেতে হবে। ১১ ম্যাচ খেলে ১০ পয়েন্ট লখনৌয়ের। গ্রুপ পর্বে শেষ তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, গুজরাট টাইটান্স ও সানরাইজ়ার্স হায়দরাবাদ। ৩টি ম্যাচেই হারতে হবে লখনৌকে। যদিও বিশেষজ্ঞরা মনে করছেন, KKR-এর প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ।