কলকাতা- শুক্রবার প্রকাশিত হয়েছে এ বছরের মাধ্যমিকের ফলাফল। চলতি বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষার্থী ছিল ৯ লক্ষ ৬৯ হাজার ৪২৫ জন। এর মধ্যে রেগুলার পরীক্ষার্থী ৯ লক্ষ ১৩ হাজার ৮৮৩ জন। পাশের হার ৮৬.৫৬ শতাংশ, যা গত বছরের তুলনায় বেশি। প্রথম দশে রয়েছে ৬৬ জন পরীক্ষার্থী। এবার ৬৯ দিনের মাথায় ফলপ্রকাশ করা হয়েছে।
দেখে নিন মেধাতালিকা:
প্রথম স্থান: মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থানে উত্তর দিনাজপুর জেলা। রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের আদৃত সরকার প্রথম হয়েছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৬। শতাংশের নিরিখে ৯৯.৪৬ শতাংশ।
দ্বিতীয় স্থান: মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে মালদা। মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অনুভব বিশ্বাস পেয়েছে ৬৯৪। যুগ্মভাবে দ্বিতীয় বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বরও ৬৯৪।
তৃতীয় স্থান: মাধ্যমিকে রাজ্যে তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরোজ বাসিনী বালিকা বিদ্যালয়ের ঈশানী চক্রবর্তী। তার প্রাপ্ত নম্বর ৬৯৩।
চতুর্থ স্থান: মাধ্যমিকে রাজ্যে চতুর্থ পূর্ব বর্ধমানের নিরোল উচ্চ বিদ্যালয়ের মহঃ সেলিম। তার প্রাপ্ত নম্বর ৬৯২। যুগ্মভাবে চতুর্থ কন্টাই মডেল ইনস্টিটিউটের সুপ্রতীক মান্না।
পঞ্চম স্থান: মাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যে পঞ্চম স্থানে রয়েছে চারজন। ১) গৌরহাটি হরদাস ইনস্টিটিউট হুগলির সিঞ্চন নন্দী। তার প্রাপ্ত নম্বর ৬৯১। ২) কামারপুকুর আরকে মিশন মাল্টিপারপাস স্কুলের চৌধুরী মহঃ আসিফ। ৩) ইটাচুনা শ্রী নারায়ণ ইনস্টিটিউশন হুগলির দীপ্তজিৎ ঘোষ। ৪) নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের সোমতীর্থ করণ।