কলকাতা- শালবনিতে জিন্দল গোষ্ঠীর তাপবিদ্যুৎকেন্দ্রের শিলান্যাস করতে সোমবার শালবনি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে যাচ্ছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সঙ্গে উপস্থিত থাকবেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষকর্তারা।
মুখ্যমন্ত্রী আগেই ঘোষণা করেছেন, ভবিষ্যতের চাহিদাকে মাথায় রেখে শালবনিতে ৮০০ মেগাওয়াট করে দু’টি পাওয়ার প্ল্যান্ট নির্মিত হবে। এই প্রকল্পে প্রায় ১৬ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগ করছে জিন্দাল গোষ্ঠী। ওই সংস্থা একাধিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরির পরিকল্পনাও করেছে। এই ঘোষণায় আশার আলো দেখছেন সেখানকার মানুষ। এই প্রকল্প ঘিরে পশ্চিম মেদিনীপুর জেলায় কয়েক হাজার কর্মসংস্থান হবে বলে দাবি করছে রাজ্য। এই প্রকল্প থেকে শুধু বিদ্যুৎ নয়, কর্মসংস্থান ও আর্থিক উন্নয়নের এক নতুন দিগন্ত খুলে যেতে পারে জঙ্গলমহলের জন্য।
সোমবারের কর্মসূচি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন দফায় দফায় বৈঠক করেছে। এদিন রাতে মুখ্যমন্ত্রী থাকবেন মেদিনীপুর সার্কিট হাউসে। পরদিন ২২ এপ্রিল মঙ্গলবার তিনি মেদিনীপুর কলেজ মাঠে সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে গোয়ালতোড়ের একটি সোলার পাওয়ার প্ল্যান্ট সহ একাধিক নতুন প্রকল্পের উদ্বোধন করবেন।