এবার জাত গণনা করবে মোদি সরকার! সামনেই বিহারে ভোট, তাতেই কি এমন সিদ্ধান্ত!

কলকাতা- শুধু আদমসুমারি নয়! এবার জাতগণনার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আদমশুমারির সঙ্গেই জাতি গণনা করা হবে বলে সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভার রাজনৈতিক কমিটি। বৈঠক শেষে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন কেন্দ্রীয় রেল ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

গয় কয়েকদিন ধরেই জাতিগণনার দাবি তুলছিল কংগ্রেস, নীতীশ কুমারের জেডিইউর মতো রাজনৈতিক দল। বিহারের মতো কিছু রাজ্যে আলাদা করে এই গণনা করাও হয়েছে। এবার সেটাই সারা দেশে হবে। এবছরের শেষে বিহারে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে নীতীশ কুমারকে তুষ্ট রাখতেই এই সিদ্ধান্ত কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও জাতগণনার প্রসঙ্গে বিজেপি কখনও প্রকাশ্যে বিরোধিতা করেনি। এই অবস্থায় গত এক দশকেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকা মোদী সরকারের হঠাৎ এই সিদ্ধান্তে অনেকেই রাজনৈতিক লাভ-ক্ষতির গন্ধ পাচ্ছেন।

বুধবার মন্ত্রিসভার বৈঠক শেষে অশ্বিনী জানান, কিছু রাজ্য জাতিগত তথ্যসংগ্রহের কাজ করলেও তার পদ্ধতি সঠিক ছিল না। কিছু রাজ্য এই সমীক্ষা ভাল ভাবে করলেও বাকি রাজ্যগুলির সমীক্ষায় অস্বচ্ছতা এবং রাজনৈতিক দৃষ্টিকোণ রয়ে গিয়েছে। রাজনীতির কারণে যাতে সমাজের শৃঙ্খলায় কোনও প্রভাব না-পড়ে সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *