বাংলাদেশে অরাজকতা! হঠাৎ ইউনূসের গলায় অন্য সুর, দেশ ছেড়ে পালাতে চাইছেন!

কলকাতা – হাসিনা বিরোধী আন্দোলনের পর প্যারিস থেকে এসে বাংলাদেশের সরকারের মাথায় বসেছিলেন মহম্মদ ইউনুস। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনার বার্তা দিলেও নির্বাচন নিয়ে তাঁর টালবাহানা জারি আছে।

সম্প্রতি আবার বাংলাদেশি সেনার প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নির্বাচনের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন সরকারের জন্য। এই আবহে মহম্মদ ইউনুস কি দায় এড়িয়ে পালিয়ে যেতে চাইছেন? উঠেছে প্রশ্ন।

বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের যে গদি টলমল, তা বোঝা যচ্ছিল বিগত বেশ কয়েকদিন ধরেই। শেখ হাসিনা পরবর্তী সময়ে এই নোবেলজয়ীর ওপর ভরসা রেখেছিলেন গণঅভ্যুত্থানকাী ছাত্র নেতারা। তবে রাজনৈতিক সমীকরণ বদলে আজ সেই সব অভ্যুত্থানকারীরাও চাপে। এই পরিস্থিতিতে মহম্মদ ইউনুস পদত্যাগের ইচ্ছা প্রকাশ করলেন।

গতকাল নিজের সরকারি বাসবভনে উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মহম্মদ ইউনুস। সেই বৈঠকে মহম্মদ ইউনুস পদত্যাগ নিয়ে কথাবার্তা বলেছেন বলে দাবি করলেন তিনজন উপদেষ্টা, প্রধান উপদেষ্টার দফতরের দুই আধিকারিক। এছাড়া গতকাল এনসিপি প্রধান তথা বাংলাদেশের প্রাক্তন উপদেষ্টা নাহিদ ইসলামও ইউনুসের সঙ্গে দেখা করে এসে দাবি করেছিলেন, প্রধান উপদেষ্টা পদত্যাগের কথা ভাবছেন।

সেই বৈঠকেই নাকি ইউনুস বলেছেন, ‘রাজনৈতিক দলগুলো সরকারকে অবিশ্বাস করছে। তাতে আমি হতাশ। নির্বাচনের সঙ্গে সম্পর্কিত নয়, এমন বিষয়কেও নির্বাচনী ইস্যু করে তোলা হচ্ছে। ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে, এটা বারবার বলেছি। কিন্তু কোথাও যেন অবিশ্বাস রয়ে গেছে। এখন এই নির্বাচন ঘিরে বিতর্ক হলে নোবেলজয়ী হিসেবে সারাজীবনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এই দায় আমি নিতে চাই না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *