স্বস্তির খবর দিল আবহাওয়া দফতর, কেরলে ঢুকল বর্ষা, শেষ ১৬ বছরে কখনও এমনটা হয়নি!

কলকাতা- ১৬ বছরে এমনটা হয়নি। আজ, শনিবার বর্ষা প্রবেশ করল কেরলে। নির্ধারিত সময়ের আটদিন আগেই বর্ষা প্রবেশ করেছে কেরলে। মৌসম ভবন জানিয়েছে, এই বছর কেরলে বর্ষা এসেছে ২৩ মে, যা গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল ২০০৯ ও ২০০১ সালে। সেবারেও ২৩ মে দেশে প্রবেশ করেছিল বর্ষা।

১৯১৮ সালে ১১ মে বর্ষা ঢুকেছিল কেরলে। সবচেয়ে দেরিতে বর্ষা এসেছিল ১৯৭২ সালে, ১৮ জুন। ২০২৩ সালেও বর্ষা প্রবেশ করেছে ৮ জুন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। একদিকে নিম্নচাপের প্রভাবে, অন্যদিকে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে কেরলে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।

বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী, শনিবার কেরালা, উপকূলীয় কর্ণাটক এবং কনকণ ও গোয়া অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত কেরল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *