কলকাতা- দিল্লিকে হারিয়ে ২০২৫ আইপিএলে চতুর্থ দল হিসাবে প্লে অফে মুম্বই ইন্ডিয়ান্স। গতবছর গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল পাঁচবারের চ্যাম্পিয়নদের। এবার রোহিত-সূর্যরা ফের স্বপ্ন দেখছেন চ্যাম্পিয়ন হওযার। এদিন ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে দিল্লি ক্যাপিটালসের সামনে ১৮১ রানের লক্ষ্য দেয় মুম্বই ইন্ডিয়ান্স। জবাবে দিল্লি ক্যাপিটালস মাত্র ১২১ রানে গুটিয়ে যায়। সূর্যকুমার যাদব খেলেন অপরাজিত ৭৩ রানের ইনিংস।
আইপিএলের প্লে অফে পৌঁছানোর সুযোগ ছিল দুই দলের কাছেই। প্লে অফে যাওয়ার লড়াইয়ে শেষ হাসি হাসল মুম্বই ইন্ডিয়ান্স। ১৮১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে দিল্লি ক্যাপিটালস। রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতে তিন উইকেট হারিয়ে ফেলে দিল্লি ক্যাপিটালস। ফ্যাফ, রাহুল ও অভিষেক পোড়েলের উইকেট হারায় দিল্লি। এর পর বিপ্রজ নিগম ও সমীর রিজভি লড়াই করার চেষ্টা করেন। বিপ্রজ নিগম ১১ বলে ২০ রান করে আউট হন স্যান্টনারের বলে। ৮ ওভারে ৫৫ রানে চার উইকেট হারায় দিল্লি।
একটা সময়ে ১৫.৩ ওভারে ১০৮ রানে ৮ উইকেট হারায় দিল্লি। ১২১ রানে অলআউট হয়ে যায় দিল্লি ক্যাপিটালস। ৫৯ রানে ম্যাচ হেরে আইপিএল ২০২৫-এর প্লে অফ থেকে ছিটকে যায় দিল্লি ক্যাপিটালস। মিচেল স্যান্টনার ও বুমরাহ দুজনেই তিনটি করে উইকেট নেন। ৫৯ রানে ম্যাচ হেরে আইপিএল ২০২৫-এর প্লে অফ থেকে ছিটকে যায় দিল্লি ক্যাপিটালস।
এদিনের ম্যাচের জয়ের ফলে ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছে গেল মুম্বই। আইপিএলের প্লে-অফে উঠল চার দল- আরসিবি, গুজরাত, পঞ্জাব, মুম্বই।