কলকাতা- দোহায় অনুষ্ঠিত ডায়মন্ড লিগ সিরিজে ইতিহাস গড়লেন ভারতের তারকা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। শুক্রবার ২৭ বছর বয়সী এই দু’বারের অলিম্পিক পদকজয়ী তাঁর তৃতীয় প্রচেষ্টায় জ্যাভেলিন ছুঁড়লেন ৯০.২৩ মিটার। যদিও শেষ পর্যন্ত তাঁকে দ্বিতীয় স্থানেই সন্তুষ্ট থাকতে হয়। কারণ জার্মানির জুলিয়ান ওয়েবার তাঁর শেষ প্রচেষ্টায় ৯১.০৬ মিটার জ্যাভলিন ছুঁড়ে প্রথম স্থান অধিকার করেন।
নীরজের এই কৃতিত্ব তাঁকে বিশ্বের ২৫তম এবং এশিয়ার তৃতীয় অ্যাথলিট হিসেবে ৯০ মিটার পার করা জ্যাভেলিন থ্রোয়ারের তালিকায় জায়গা করে দিয়েছে। তাঁর বর্তমান কোচ জান জেলেজনি এই তালিকার শীর্ষে রয়েছেন। ২০২২ সালে স্টকহোম ডায়মন্ড লিগে তাঁর সেরা থ্রো ছিল ৮৯.৯৪ মিটার। এদিন তৃতীয় প্রচেষ্টায় ৯০ এর মার্ক পেরিয়ে গেলেন। প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন নীরজ। তবে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এই থ্রো যথেষ্ট ছিল না।