২০০০ টাকার বেশি UPI পেমেন্ট করলে দিতে হবে GST? আসল সত্যি জানাল কেন্দ্র

কলকাতা- UPI অ্যাপে ২০০০ টাকার বেশি লেনদেন করলে দিতে হবে GST? সোশ্যাল মিডিয়ায় গত কয়েকদিন ধরে এই নিয়ে ব্যাপক জল্পনা-কল্পনা চলছে। এর মধ্যে শুক্রবার কেন্দ্রীয় সরকার স্পষ্ট জানাল, এই দাবিগুলির কোনও ভিত্তি নেই। অর্থ মন্ত্রক এবং কেন্দ্রীয় পরোক্ষ কর ও শুল্ক বোর্ড বা CBIC জানিয়েছে, এই ধরণের কোনও প্রস্তাব বিবেচনা করা হচ্ছে না। এই সংক্রান্ত প্রতিবেদনগুলি ‘মিথ্যা, বিভ্রান্তিকর এবং সম্পূর্ণ ভিত্তিহীন’।

গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে এই ধরনের বহু পোস্ট ছড়িয়ে পড়েছিল। যা থেকে উদ্বেগ তৈরি হয়েছিল UPI ব্যবহারকারীদের মধ্যে। পোস্টগুলিতে বলা হয়েছিল, উচ্চ-মূল্যের UPI পেমেন্টের উপর পণ্য ও পরিষেবা কর আরোপের পরিকল্পনা করছে কেন্দ্র।

এক্স-এ অর্থ মন্ত্রক জানিয়েছে, ‘সরকার ২০০০ টাকার বেশি মূল্যের UPI লেনদেনের উপর GST আরোপের কথা বিবেচনা করছে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা, বিভ্রান্তিকর এবং কোনও ভিত্তি নেই। বর্তমানে সরকারের বিবেচনায় এমন কোনও প্রস্তাব নেই।’ আরও বলা হয়েছে, শুধুমাত্র নির্দিষ্ট পেমেন্ট পদ্ধতিতে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR-এর মতো চার্জের ক্ষেত্রে GST প্রযোজ্য। তবে, ২০২০ সালের জানুয়ারি থেকে, ব্যক্তি-থেকে-ব্যবসায়ী বা P2M UPI লেনদেনের জন্য MDR বাতিল করা হয়েছে। ফলে এই ধরনের লেনদেনের উপর কোনও GST আরোপের প্রশ্ন নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *