কলকাতা- পহেলগাঁও জঙ্গি হামলার কড়া জবাব দিল ভারত। মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে ভারতের এয়ারস্ট্রাইক। নিহত জঙ্গি নেতা মাসুদ আজহারের পরিবারের ১৪ জন সদস্য। জানা যাচ্ছে, তাঁদের মধ্যে মাসুদ আজহারের ভাইও ছিল।
সূত্রের খবর, এয়ারস্ট্রাইকে মাসুদ আজহারের পরিবারের ১০ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে মাসুদ আজহারের ভাই ও মোস্ট ওয়ান্টেড জঙ্গি রউফ আসগর। নিহত হয়েছে রাউফের ছেলে হুজাইফা। সঙ্গে মৃত্যু আরও ৪ জনের। মঙ্গলবার গভীর রাতে মাত্র ২৫ মিনিটের অভিযান চালিয়েছে ভারত। মোট ২৪টি হামলা হয়েছে। ৯টি জঙ্গি ঘাঁটি ভেঙে গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হয়েছে। ভারতের প্রত্যাঘাতে ৭০ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে খবর। অন্যদিকে অপারেশন সিঁদুরের পর নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমারেখা বরাবর পাকিস্তানের নির্বিচারে গুলিবর্ষণের জেরে ৩ জন সাধারণ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
হামলার পর ভারতের পক্ষ থেকে সাংবাদিক বৈঠকে জানানো হয়, পাকিস্তানের কোনও সেনা ঘাঁটিতে হামলা চালানো হয়নি। হামলা হয়েছে শুধুমাত্র নির্বাচিত জঙ্গি ঠিকানায়। হামলায় কোনও সাধারণ মানুষের মৃত্যুর কোনও খবর নেই।