পরমাণু হামলার কথা ভাবছে পাকিস্তান? ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে পাক প্রধানমন্ত্রী

কলকাতা- যুদ্ধ পরিস্থিতি চরমে। সীমান্তে লাগাতার পাক শেলিং। প্রত্যাঘাত করছে ভারত। ভারত-পাক যুদ্ধ আবহের মধ্যেই শনিবার পাকিস্তানের ন্যাশনাল কমান্ড অথরিটির সঙ্গে বৈঠক ডেকেছেন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই অথরিটির হাতেই থাকে পরমাণু অস্ত্র এবং দূরপাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার সংক্রান্ত সিদ্ধান্তগ্রহণের দায়িত্ব। এবার কোন পথে এগোচ্ছে পাকিস্তান? উঠছে প্রশ্ন।

পাকিস্তানের রেডিও বিভাগ আইএসপিআর জানিয়েছে, আজকের বৈঠকে সেনার তিন বাহিনীর প্রধান ছাড়াও জয়েন্ট চিফ অফ স্টাফ, স্ট্রাটেজিক প্লানস ডিভিশন (এসপিডি)-র ডিরেক্টররা হাজির থাকবেন। যুদ্ধ আবহে পাক প্রধানমন্ত্রীর পরমাণু অস্ত্র ব্যবহার সংক্রান্ত কমিটির বৈঠক ডাকা খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ভারত ও পাকিস্তান কোনও পক্ষই এখনও পুরোদস্তুর যুদ্ধ ঘোষণা করেনি। নিজেদের সীমানায় দাঁড়িয়ে গোলাবর্ষণ করছে। পহেলগাঁও জঙ্গি হামলার পালটা হিসেবে গত মঙ্গলবার পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ডেরা গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। তার পর থেকে ভারত-পাক দু’দেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতিতে কোন দিকে এগেচ্ছে, তা এই বৈঠকের পর বোঝা যাবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *