কলকাতা- জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ জন পর্যটক। ক্ষোভে ফুঁসছে দেশ। এমন জঘন্য ঘটনার পর একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। মঙ্গলবারই হাই প্রোফাইল মিটিংয়ে ভারতীয় সেনাকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে মোদি সরকার। এই আবহে এবার আশঙ্কার কথা জানিয়ে বড় বিবৃতি দিলেন পাক মন্ত্রী।
মঙ্গলবার রাত ২টা নাগাদ জরুরি সাংবাদিক সম্মেলনে পাক মন্ত্রী আতাউল্লা তারা। তিনি জানান, ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে বড় সেনা অভিযান শুরু করতে পারে ভারত। বিশ্বস্ত সূত্রে এই খবর পাওয়া গিয়েছে বলে জানান তিনি। তিনি অবশ্য বলেন, ভারতকে পালটা জবাব দিতে পাকিস্তান প্রস্তুত। পাক মন্ত্রী জানান, ভারত যদি পাকিস্তানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তা হলে যে বিপর্যয় আসবে, তার জন্য ভারতই একমাত্র দায়ী থাকবে।
২২ এপ্রিল পহেলগাঁওয়ের জঙ্গি হামলায় ২৫ জন পর্যটক সহ ২৭ জনের মৃত্যু হয়েছে। এই হামলায় পাকিস্তানের দিকে অভিযোগের আঙুল তুলেছে ভারত। জানা গিয়েছে, হামলার চালানো চার জঙ্গির মধ্যে দুজন পাকিস্তানের। পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন টিআরএফ এই হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে। দিল্লিতে মোদি সরকারের তৎপরতা দেখে আতঙ্কে রয়েছে পাকিস্তান।