কলকাতা- চোখের বদলে চোখ। পাকিস্তানকে চাপে ফেলল ভারত। BSF-এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা।
বিএসএফ সূত্রে খবর, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার। কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও ক্ষান্ত হয় না সে। ভারতীয় সীমান্তরক্ষী ও পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান। তখনই তাকে বাগে পেয়ে আটক করেন ভারতীয় জওয়ানরা।
এর পর হইচই পড়ে যায় পাকিস্তানে। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। পাক-জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স। কিন্তু তাতে আমল দেয় না BSF। যার জেরে আপাতত ভারতেই আটকা পড়ে রয়েছে ওই জওয়ান।
দিন সাতেক আগে একই ভাবে বাংলার জওয়ান পূর্ণম সাউকে আটক করেছে পাকিস্তান। পহেলগাঁও-কাণ্ডে যখন বিষিয়েছে দুই দেশের আবহ, তখনই পড়শি দেশের সীমানায় ভুল বশত ঢুকে পড়ে আটক হয়েছেন পূর্ণম। ফ্ল্যাগ মিটিং হলেও, এখনও তাঁকে ছাড়েনি পাকিস্তান। যা ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানের বাড়িতে। কেমন আছেন তিনি, কী খাচ্ছেন, চিন্তিত পরিবার। তবে এবার পাকিস্তানের উপর পাল্টা চাপ দেবে ভারত।