সীমান্তে শান্ত রাত! ভারতের হটলাইন বার্তা, সংঘর্ষবিরতি লঙ্ঘনের আর সাহস দেখায়নি পাকিস্তান

নয়াদিল্লি: শনিবার রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করেছিল পাকিস্তান। এর পরই পাকিস্তানকে কড়া ভাষায় জবাব দেয় ভারত। রবিবার রাতে নিয়ন্ত্রণরেখা বা সীমান্তবর্তী এলাকায় নতুন করে সংঘর্ষবিরতির কোনও ঘটনা ঘটেনি। সোমবারই পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় বসতে চলেছে ভারত। দুই দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনায় বসবেন দুই দেশের সামরিক বাহিনীর ‘ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন্‌স’ (ডিজিএমও)।

ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে,‘‘জম্মু ও কাশ্মীর এবং আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া অন্যান্য এলাকায় মোটের উপর রাত ছিল শান্তিপূর্ণ। নতুন করে কোনও অশান্তি বা ঘটনার খবর পাওয়া যায়নি। গত কয়েক দিনের মধ্যে এটাই প্রথম শান্ত রাত।’’ ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি জানিয়েছিলেন, শনিবার বিকেল ৫টা থেকে সংঘর্ষবিরতি চালু হবে। সোমবার বেলা ১২টায় আবার দুই দেশ আলোচনায় বসবে।

ঘাই জানিয়েছেন, রবিবার ভারতীয় সেনার তরফে পাকিস্তান সেনার উদ্দেশে একটি কড়া বার্তা পাঠানো হয়েছে। সেই বার্তায় বলা হয়েছে, ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করলে মোক্ষম জবাব দেবে ভারত। ভারতের তরফে এই বার্তা পাওয়ার পর সংঘর্ষবিরতি লঙ্ঘন করার সাহস দেখায়নি পাকিস্তান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *