ভয়ে কাঁপছে পাকিস্তান! এবার জঙ্গি নেতা হাফিজ সইদের নিরাপত্তা বাড়ল, বড় খবর প্রকাশ্যে

কলকাতা- পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে ভারত যে কোনও সময় আক্রমণ করতে পারে, এই আশঙ্কায় রয়েছে পাকিস্তান। ফলে বাড়ানো হল লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়ার প্রধান হাফিজ সইদের নিরাপত্তা। জানা যাচ্ছে, পাক সরকার এবং আইএসআই যৌথভাবে তার নিরাপত্তার বিষয়ে নজর দিচ্ছে।

লাহোরের মহল্লা জোহর এলাকার বাসস্থান ৭৭ বছরের হাফিজ সইদের। ওই এলাকায় প্রচুর পরিমাণে পাক নাগরিকের বাস। বেশ কয়েকটি মসজিদ এবং মাদ্রাসা থাকায় এলাকাটি যথেষ্ট ঘিঞ্জি। গত কয়েক বছরে একাধিকবার পাকিস্তানে প্রকাশ্য সমাবেশে দেখা গিয়েছে হাফিজ সইদকে। জঙ্গিদের লঞ্চপ্যাডেও হাফিজের যাতায়াত আছে বলে সূত্রের খবর।

লাহোরের যে বাড়িতে হাফিজ থাকে, সেখানে সারা বছরই কড়া নিরাপত্তার বন্দোবস্ত করে পাকিস্তান। সিসিটিভির মাধ্যমে মনিটরিং, নিরাপত্তারক্ষীও মোতায়েন করা থাকে। তবে গত কয়েকদিনে পরিস্থিতি বিবেচনা করে তার নিরাপত্তার ব্যবস্থা কয়েক গুণ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তান স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি)-এর কমান্ডোদেরও মোতায়েন করা হয়েছে হাফিজের নিরাপত্তায়। তার বাড়ির এক কিলোমিটার এলাকার মধ্যে চলছে বিশেষ নদরদারি।

২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন ২৭ পর্যটক। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে ভারত। ২০০৮ সালে যখন মুম্বই জঙ্গি হামলা হয়েছিল, তার মাস্টারমাইন্ড ছিল হাফিজ সইদ। পহেলগাঁওয়ে হামলার পিছনে প্রথমে লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট দায় স্বীকার করলেও পরে তা অস্বীকার করে। তাই এই হামলার পিছনে হাফিজের প্রত্যক্ষ মদত রয়েছে বলে মনে করছেন ভারতীয় গোয়েন্দারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *