ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর পাল্টা পাকিস্তানের ‘বুনিয়ান মারসুস’, এই নামের মানে কী?

কলকাতা- পহেলগাঁও জঙ্গি হামলা। ২৭ জন নিরীহ পর্যটককে খুন করেছিল জঙ্গিরা। তার পালটা ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’। আর ভারতের সেই অপারেশনের পালটা পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান মারসুস’! পাক সেনা এবং পাকিস্তানের সরকারি সংবাদমাধ্যমকে উল্লেখ করে এই তথ্য দিয়েছে বিদেশি সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার ভোর থেকে ভারতে হামলা চালাচ্ছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। পাক সেনার গোলার আঘাতে রজৌরিতে সরকারি আধিকারিক সহ তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। পালটা দিচ্ছে ভারতও। পাকিস্তানের এই অভিযানের নাম দেওয়া হয়েছে ‘বুনিয়ান মারসুস’।

বিদেশি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘বুনিয়ান মারসুস’ বা ‘বুনিয়ান আন মারসুস’ একটি আরবি শব্দ। যার অর্থ অটুট কাঠামো। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার কাছে, এই শব্দ সীসা দিয়ে তৈরি সুরক্ষিত পাঁচিলের মতো। ওই সংবাদমাধ্যমের প্রতিবেদন কোরানের আয়াত তুলে ধরে লিখেছে, ‘যাঁরা প্রকৃত যোদ্ধা, যাঁরা যুদ্ধের ময়দানে তাঁর দেখানো পথে লড়াই করেন, আল্লাহ সব সময় তাঁদের ভালেবাসেন।’

এই নামকরণের মাধ্যমে ইতিমধ্যে ভারতে একাধিক হামলা চালানোর দাবি করছে পাক সেনা। ভোর থেকে কাশ্মীরে ভারত-পাক সীমান্তে প্রবল গোলাবর্ষণ শুরু করেছে পাকিস্তান সেনা। গতকাল রাতে পাকিস্তান শর্ট-রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল ছোড়ে, যার নাম Fattah-1 missile। সূত্রের খবর, জম্মু, শ্রীনগর, অমৃতসর, পাঠানকোট, উধমপুর, জলন্ধর, সিরসার মতো একাধিক জায়গা টার্গেট করে এই মিসাইল ছোড়ে পাক সেনা। তবে সব ক্ষেত্রেই আশাহত হতে হয়েছে পাকিস্তানকে। কারণ ভারতীয় এয়ার ডিফেন্স সিস্টেমের সামনে ধোপে টেকেনি কিছুই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *