‘ভারত সিন্ধুর জল আটকাতে বাঁধ দিয়ে দেখুক, ভেঙে গুঁড়িয়ে দেব’, ভয়ঙ্কর হুমকি পাকিস্তানের

কলকাতা- ভারতের বিরুদ্ধে হুমকির সুর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের! পাক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তাঁকে বলতে শোনা যায়, ‘সিন্ধু নদের উপরে যে কোনও ধরনের নির্মাণকাজ সিন্ধু জলচুক্তির লঙ্ঘন এবং তা পাকিস্তানের স্বার্থের পরিপন্থী বলে ধরা হবে।’

তাঁর মতে, আগ্রাসন মানে কেবল গোলাগুলি চালানো নয়। এর আরেক রূপ জল বন্ধ করে দেওয়া। তিনি বলেন, ‘যদি ভারত তেমন কোনও নির্মাণকাজ করতে যায় তাহলে পাকিস্তান সেই প্রচেষ্টাকে ধূলিসাৎ করবে।’ পাশাপাশি পাক প্রতিরক্ষামন্ত্রী জানান, ভারত একতরফাভাবে এমন কাজ করতে পারবে না। পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে এর প্রতিবাদ করবে। মোদি সরকার পহেলগাঁও নিয়ে তাদের অভিযোগের সমর্থনে কোনও বিশ্বাসযোগ্য প্রমাণ দিতেও পারেনি বলেও জানান তিনি। নির্বাচনে ফায়দা তুলতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাটক করছেন বলেও কটূক্তি করেন খাজা আসিফ।

প্রসঙ্গত উল্লেখ্য, ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় (Pahalgam Terror Attack) প্রাণ হারিয়েছেন ২৫ পর্যটক সহ ২৬ জন। এই ঘটনার পর থেকে ক্ষোভে ফুঁসছে দেশ। ঘটনার পর একাধিক পদক্ষেপ করেছে ভারত সরকার। তিনদিন আগেই খাজা আসিফের এক্স হ্যান্ডেল ব্লক করেছে ভারত। এবার ফের একবার ভারতের বিরুদ্ধে সুর চড়ালেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *